১ম ধাপ. অনলাইন রেজিস্ট্রেশন
- অনলাইনে রেজিস্টেশন করার জন্য এখানে ক্লিক করুন
- প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করুন
- সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি একটি পিন কোড পাবেন।
- পরবর্তী কার্যক্রমগুলোর জন্য আপনার প্রদত্ত ফোন নাম্বার ও প্রাপ্ত পিন কোডটি সংরক্ষণ করে রাখুন
২য় ধাপ. রেজিস্ট্রেশন ফি প্রদান
- রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য এখানে ক্লিক করুন
- ফি প্রদান ফর্মে উল্লেখিন বিকাশ অথবা 01617-958582 (Personal) এই নাম্বারে রেজিস্ট্রেশন ফি পরিমান টাকা প্রেরন করুন
- বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়ে গেলে প্রদত্ত বিকাশ ট্রানজেকশন আইডি এবং রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ফোন নাম্বার ও পিন কোডটি প্রদান করে সাবমিট করুন
- ১০ মিনিটি থেকে এক কার্যদিবসের মধ্যে ফি প্রদান নিশ্চিতকরন মেসেজ আপনার ফোনে চলে যাবে।
৩য় ধাপ. রেজিস্ট্রেশন ফি যাচাই
- রেজিস্ট্রেশন ফি যাচাইরে জন্য এখানে ক্লিক করুন
- ফি যাচাই ফর্মে রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ফোন নাম্বার ও পিন কোডটি প্রদান করে সাবমিট করুন
- ফি প্রদান নিশ্চিত হলে আপনি একটি নিশ্চিতকরত মেসেজ পাবেন।